কক্সবাজার সদরের লিংক রোড এলাকা থেকে আদার্স সেকশন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ফারুক’কে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, প্রসেস নং-৫৪৭৯/২৩, জিআর-৯৩৮/১৯, কক্সবাজার সদর মডেল থানার মামলা নং-১০৪(০৮)১৯, ধারা-১৮৬/৩৪১/৩৩২/৩৫৩/৩৭৯/৩৪ পেনাল কোড মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফারুক’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত ওয়ারেন্টভুক্ত আসামী কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুমান ২৩.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মোঃ ফারুক (২২), পিতা-জানে আলম, সাং-উত্তর মুহুরীপাড়া, লিংক রোড, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।