জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের পাঁচদিন পর উদ্ধার হয়েছে স্কুল ছাত্রী।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাই নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নিখোঁজের জিডির সূত্র ধরে তদন্ত শুরু করলে আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম চৌধুরি ছেলে ও মেয়ে উভয়কে থানাই তাদের পরিবারের কাছে হস্তান্তর করে৷ ক্ষেতলাল থানার এসআই নূর আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত (৫ডিসেম্বর) ওই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (৮ডিসেম্বর) বিকেলে আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিম চৌধুরির সহযোগিতায় উভয়পক্ষকে থানায় হস্তান্তর করেন৷
দায়িত্বশীল সূত্রে জানা যায় ভিকটিম কাজল রেখা বানাইচ আলী পুর গ্রামের মিজানুরের ছেলে মেফতাউলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এরই সুবাদে ভিকটিম কাজল রেখা মেফতাউলের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা যায়৷
পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন কাজল রেখা আমাদের স্কুলের দশম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী সে ২০২৪ সালে এসএসসি পরীক্ষার্থী৷ কাজল নিখোঁজ তার পরিবার আমাদেরকে এখনো অবগত করেনি৷
এবিষয়ে ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান শুক্রবার বিকেলে ওই ছাত্রীকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।