সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৫। ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫।

চরফ্যাশন উপজেলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাদান কারীদের জন্য ইএসপি প্রশিক্ষন উদ্বোধন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

এসবিডি / চরফ্যাশন:চরফ্যাশন, আজ রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে বৃটিশ সরকারের FCDO এর অর্থায়নে , কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর সার্বিক তত্ত্বাবধানে এবং পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)-এর ব্যবস্থাপনায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা” প্রকল্পের পক্ষ থেকে প্রতিবন্ধীবান্ধব অত্যাবশকীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য সেবাদানকারীদের প্রশিক্ষণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়। দুই মাস ধরে ৯(নয়)টি ব্যাচে প্রায় ২০০জন মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবাদানকারীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। যুক্তরাজ্য সরকারের দাতা সংস্থা এফসিডিও এর আর্থিক সহায়তায় পরিচালিত ইএইচডি কর্মসূচি অংশীদারী সংস্থাসমূহ হলো- আইপাস, আরএইচস্টেপ, আইসিডিডিআর, বি, সিবিএম, ডিআরআরএ, ডিজিটাল হেলথ সলিউশন (ডিএইচএস) পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এবং খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস)। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর তত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

উক্ত প্রাথমিক পর্যায়ের স্বাস্থ্য সেবাদানকারীদের প্রতিবন্ধীবান্ধব অত্যাবশকীয় স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন পিএইচডি-ইএইচডি প্রকল্পের হেলথ কোর্ডিনেটর জনাব জাকির হোসেন ও মোঃ রেজাউল করিম ভূইয়া, ডিআরআরএ এর সুখেন সরকার, পিএইচডির প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন গুরত্বপূর্ণ ব্যক্তিগন ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আবু সালেহ মোঃ ফোরকান উদ্দিন ইউকেএইড, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও পিএইচডি-কে মাঠ পর্যায়ে সেবাদানকারীদের জন্য ইএসপি প্রশিক্ষণ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন ইএইচডি প্রকল্পের মাধ্যমে ৯(নয়)টি ব্যাচে প্রায় ২০০ জন মাঠ পর্যায়ের সেবাদানকারীকে এই ইএসপি ট্রেনিং দেওয়া হবে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবায় এই ইএসপি ট্রেনিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পিএইচডি সহ সকল সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি সংস্থার কার্যক্রমকে আরো বেগবান ও তৃণমূল পর্যায়ে এর ব্যাপ্তি ছড়িয়ে দেওয়ার আহবান জানান। তিনি ইএইচডি প্রকল্পের জন্য শুভকামনা জানান এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন।

উল্লেখ্য যে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সার্বিক তত্বাবধানে যুক্তরাজ্যের দাতা সংস্থা এফসিডিও এর আর্থিক সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগের ৩টি জেলার মোট ৮(আট) টি উপজেলায় এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102