বাগেরহাটের রামপালে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২ টায় রামপাল কলেজে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার কমিশন রামপাল শাখার সদস্য শেখ শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন, রামপাল শাখার সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বকতিয়ার, সদস্য শেখ মোস্তফা কামাল পলাশ, হাওলাদার আব্দুল মান্নান, সাংবাদিক মো. হাফিজুর রহমান, এ্যাড. মো. হাফিজুর রহমান, মো. গোলাম ইয়াছিন রাজু, মো. আসাদুর রহমান, শেখ মাছুম বিল্লাহ প্রমুখ।
এসময় আগামী ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। আলোচনান্তে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ১০ ই ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে এক র্যালী বের করা হবে। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনার আয়োজন করা হবে। বিশ্ব মানবাধিকার দিবস রামপালে যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য মানবাধিকার কমিশন রামপাল শাখার সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।