রাউজানের গহিরা অদুদীয়া সড়কে টেক্সি ভ্যান উল্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। বেকারির মালামাল নিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী টেক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান কিশোর। নিহত কিশোরের নাম মোহাম্মদ সোহেল (১৮), সে নোয়াজিষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান হোসেনের ছেলে। কয়েক মাস আগেই তার বাবা মারা যান।
জানা যায়,একটি বেকারির সেলসম্যান পদে চাকরি নেয় কিশোর সোহেল। সে টেক্সি ভ্যান করে বেকারীজাত খাদ্য সরবরাহ করত । নোয়াজিশপুর ইউনিয়নের উত্তর পার্শ্বের বাঁকে টেক্সিটি উল্টে গেলে সে গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।