রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর শিশু ও নারীদের সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতি এর আয়োজনে এতে সহযোগীতা করে সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা তেরে দেস হোমস ( টি,ডি,এইচ)।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর সারে ১২ টায় এমএমএস কনফারেন্স রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
এমএমএস এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগম কর্মশালায় সভাপতিত্ব করেন।
এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার,গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিন তারান্নুম হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, তেরে দেস হোমস ( টি ডি এইচ) এর ফিল্ড কো-অর্ডিনেটর জিনিয়া আফরোজ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন,সাধারন সম্পাদক শামীম শেখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
এ-সময় নারী ও শিশুর সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন কর্মসুচীর বিষয়ে ধারণা প্রদান করা হয়।