ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভূমি দস্যু কর্তৃক সরকারী খাস জমি অবৈধ ভাবে দখল এবং ভূমি হীনদের খাস জমিতে প্রবেশাধিকারে বাধা ও মিথ্যা ও হয়নানী মূলক মামলার প্রতিবাদে এবং ভূমি দস্যুদের দ্বারা দখলকৃত সরকারী খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমি হীনদের মাঝে বন্দো বস্তের দাবীতে হরিপুর উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ ও জন সংগঠনের নেতৃবৃন্দ হরিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পিতিবার বিকাল ৫ টায় ভূমিহীন জন সংগঠনের আয়োজনে ও সিডিএ দিনাজপুর এর সহয়তায় খলড়া আদর্শ উচ্চবিদ্যালয় হলরুমে সংগঠনের সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান ও আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম পুষ্প, হরিপুর ৫নং ইউনিয়ন চেয়ারম্যা রফিকুল ইসলাম, হরিপুর প্রেসক্লাবের সভাপতি সুজা, সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক, রাজু, বরকতুল্লাহ প্রমুখ। সভায় জন সংগঠনের কর্মকর্তা ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।