পার্বত্য খাগড়া খড়ির গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঘূর্ণিঝড় মিধিলি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার ও একটি প্রতিষ্ঠানকে ১২ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
২১ নভেম্বর মঙ্গলবার সকালে গুইমারা উপজেলা পরিষদের সামনে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আবেদনের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১০ পরিবারের মাঝে ১০ বান্ডেল ঢেউটিন ও নগদ ৩০ হাজার টাকা ও বুদংপাড়া মক্তব ঘরটি ঘুর্নিঝড়ে মিধিলিতে ক্ষতিগ্রস্হ হওয়ায় ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার অনুদান বিতরণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী।
অনুদান বিতরণ কালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ।