বুকের মধ্যপৃন্ডে
আষাঢ়ে মেঘ জমেছে
কৃষ্ণচুড়াঁ লাল রং এ থই থই
বান ডাকে অলিতে গলিতে
ছেলে বেলায় ফেলে আসা
আমার ভূবন মাঝি কই।
কলা গাছের স্বজন ভেলা
মাঝামাঝি সুখ, ভর দুপুরে শাসন ফেলে
লুকোচুরি মুখ।
তাল পাতানো কাদাঁ মেখে
সোনার সারা গায়
ধুপধাপ সব ছন্দ পতন,ছেলে বেলার ন্যায়।
হালকা ঝড়ে পাকা আমে কারা কারি সব
কে নিবে পাকা কাঁচা হতো কলরব
বৃষ্টি হলের মাঠের পরে
কাদাঁ ছড়াছড়ি, মায়ের হাতের স্নেহের শাসন
এখন নেই সেই দিন গুলি।
স্মৃতি কেবল মলিন পাতা
ছেলে বেলা আর নেই
সুখ গুলি সব অচিন পায়রা
তারে খুজি রাত দিন।
ঋতু
১৬।০৯।০২০