বগুড়া সান্তাহারে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
বগুড়া সান্তাহারে মুক্তিযোদ্ধা হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
বগুড়া আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ( ৭ নভেম্বর) মুক্তিযোদ্ধা হত্যা দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত -ই- এলাহী কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশারফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জি,আর,এম শাহজাহান, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন। এ সময় আরো উপস্থিত ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস, এম, জাহিদুর বারি, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন। সান্তাহার পৌর আওয়ামী লীগের ১ নং যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বিল্পব, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রুকুজ্জামান রুকু সহ প্রমুখ।