বগুড়ার আদমদীঘি উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির এক
সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৬ নভেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলা নির্বাহী
অফিসারের কার্যালয়ে এই সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সঞ্চালনায় সভায় বক্তব্য
রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, সমবায় অফিসার আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা, সার ডিলার আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, সার-বীজ মনিটরিং কমিটির সদস্য মিহির কুমার সরকার, কৃষক প্রতিনিধি শেখ জালাল উদ্দীন প্রমুখ। সভায় উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি জানান. চলতি মাসে এই উপজেলায় ৬৬০ মেট্রিক টন ইউরিয়া সার, ২৬০ মেঃটন টিএসপি সার, ৩৫০ মেঃটন এমওপি সার এবং ৫৫১ মেঃটন
ডিএপি সার বরাদ্দ রয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত সার বরাদ্দ থাকায় কৃষকদের সারের কোন
সংকট হবেনা।