মুন্সীগঞ্জ সদর উপজেলার স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের সদস্যদের সমন্বয়ে বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, মাদক, জঙ্গীবাদ প্রতিরোধে এবং অটিজম বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার বিকেল মুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী সাফিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক আলেয়া ফেরদৌসী, বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ পৌর ২নং প্যানেল মেয়র সোহেল রানা রানু, সাংবাদিক মাহাবুব আলম লিটন। লুৎফুন নাহার,মুক্তা বেগম,পলি বেগম, লিপি আক্তার, ঝুমুরসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন ।