শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শেষ হলো তারুণ্যের উৎসব। ঘোষণাপত্র ফলপ্রসূ করতে আরও আলোচনার সিদ্ধান্তঃ আসিফ নজরুল। পুনর্বিবেচনা করা হচ্ছে নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টিঃ অর্থ উপদেষ্টা। পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১। মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ। উচ্চ আদালতের নির্দেশে গুইমারা’র ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

ছমেদ পর্দানি বাড়ির ব্রীজ নির্মাণে নেই কোনো পদক্ষেপ!!

মোঃ শাহিন মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

ছমেদ পর্দানি বাড়ির ব্রীজ নির্মাণে নেই কোনো পদক্ষেপ!!

 

কিশোরগঞ্জ জেলার সদরের বুকে বয়ে যাওয়া নরসুন্দা নদীর উপর বেষ্টিত ৪০/৫০ বছরের বাশের সাকু। এটি সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের চিকনীরচর ও দামপাড়া গ্রামসহ প্রায় ৬টি গ্রামের চলাচলের একমাত্র রাস্তা।

দেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে তখন এই ক্ষুদ্রতম কাজটি সরকার ক্ষমতায় থাকার পর আজ অবহেলিত। এই ব্রীজটি ১৯৯৬ সালে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব প্রতিজ্ঞা করেছিলেন যে আমি পাশ করে এই ব্রীজটি আগে করবো কিন্তু আজও এর ফল পাওয়া যায় নি।যখনই নির্বাচন আসে তখনই নেতাকর্মীরা প্রতিশ্রুতি দেন এবার আমরা এই সাকুর কাজ সম্পন্ন করবো,,,, কিন্তু এটি হলো সাময়িক শান্তনা আর প্রতারণা।

“””কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মকসুদুল আলম মুকুল বলেন এই ব্রীজটির দিকে থাকালে আজ নিজেকেই ব্যার্থ মনে হয়””

“কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোঃ শাহীন মিয়া বলেন, শত ভাগ আওয়ামী পরিবারের এলাকায় এমন নেতৃত্বহীন কার্যক্রম অবশ্যই আমাদের লজ্জাজনক””

কর্শাকড়িয়াইল ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোকারম রহমান বাবু বলেন, এই ব্রীজ না হওয়ায় আমরা আওয়ামী পরিবার লজ্জিত।

এবং সাধারণ জনগণ মনে করেন যে এই ব্রীজটি সম্পন্ন হলে কয়েক এলাকার মানুষের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
অতএব এটি এখন প্রায় সময়ের দাবী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102