শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা ( শিউস)-র উদ্যেগে এবং ৫ নং শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ অবদান ও পাঁচবারের অধিক রক্তদাতাদের ” সার্টিফিকেট অব ভলেন্টিয়ার এবং ডোনার সংবর্ধনা” প্রদান করা হয়, এই সংবর্ধনা অনুষ্ঠানে মোট ৫৫ জনকে সম্মাননা সার্টিফিকেট এবং ক্রেস প্রদান করা হয় । এদের মধ্যে করোনা ভাইরাস মোকাবেলায় বিশেষ অবদান রাখায় মোট ৪০ জনকে সম্মাননা সার্টিফিকেট ও ১৫ জনকে পাঁচবারের অধিক রক্তদানের জন্য ক্রেস তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুঠানে সভাপতি করেন “শিলমাড়িয়া ইউনিয়ন সংস্থা ( শিউস) এর সভাপতি রাসেল আহমেদ আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আশিক রহমান , সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম শান্ত সহ আরও অনেকে।
উক্ত অনুঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন মুকুল । আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, সচিব মোঃ আতিকুর রহমান, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর প্রশান্ত কুমার দাশ, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ শিল্পী বেগম (১,২,৩), মোছাঃ ফুলমতি বেগম (৪,৫,৬), মোছাঃ মরিয়ম বেগম (৭,৮,৯)। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ” শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা ( শিউস)” নামের সংগঠনটি গড়ে তোলা হয় । শতভাগ শিক্ষার্থীদের সংগঠন শিউস। সম্প্রতি শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আরো বেশি বেগমান্যতা লাভ করে। একদল স্বপ্নবাজ তরুণের হাতে ধরে গঠিত হয় ” শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা” ( শিউস)। গত ২০১৮ সালে ৪১ জন ছাত্র, যুবক দ্বারা পরিচালিত এই সংগঠনটি দেশে স্বেচ্ছায় সামাজিত মুলক কাজ এবং রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিয়েছে। হাঁটি হাঁটি পা পা করে এরই মধে সংগঠনের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনে।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর ) সকাল ১১ টায় শিলমাড়িয়া উন্নয়ন সংস্থা” ( শিউস) করোনা কালীন বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করা , জনসচেতনতা সৃষ্টি এবং স্বেচ্ছায় রক্তদান ও সামাজের বিভিন্ন ভাবে ভালো কাজের জন্য সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দেন শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন মুকুল।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, করোনা কালীন সময়ে শিলমাড়িয়া ইউনিয়নের যুবকরা বিভিন্নভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সচেতন করেছে, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে, সাবান বিতরণ করেছে, মাক্স বিতরণ করেছে। তাদের এই কর্মকান্ড প্রশংসার দাবীদার। আমি যুবকদের প্রতি আহ্বান জানাবো আপনারা সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ তৈরীর পথ সুগম হবে।