শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শেষ হলো তারুণ্যের উৎসব। ঘোষণাপত্র ফলপ্রসূ করতে আরও আলোচনার সিদ্ধান্তঃ আসিফ নজরুল। পুনর্বিবেচনা করা হচ্ছে নিত্যপণ্যে ভ্যাটের বিষয়টিঃ অর্থ উপদেষ্টা। পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১। মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ। উচ্চ আদালতের নির্দেশে গুইমারা’র ২ টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু হয়েছে। ১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর। আবারো মিথ্যা ও হয়রাণীমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন কৃষিবিদ শামীমুর রহমান। পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

টানা তিনদিনের অবরোধের কারণে ক্রেতা শূন্য মার্কেট, অসল সময় কাটাচ্ছেন।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
টানা তিনদিনের অবরোধের কারণে ক্রেতা শূন্য মার্কেট, অসল সময় কাটাচ্ছেন।
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ক্রেতাশূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন শপিংমল ও নিত্যপণ্যের বাজারগুলো। সকাল থেকে দোকান খুলে বসে থাকলেও অধিকাংশ দোকানেই নেই তেমন বেচা-বিক্রি। মার্কেট ও বাজারগুলোতে দেখা যায়নি ক্রেতাদের আনাগোনা।
বুধবার ( ১ নভেম্বর)  সকাল থেকে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, দোকানীরা পণ্য বিক্রির আশায় দোকান সাজালেও ক্রেতাদের আনাগোনা নেই।
ব্যবসায়ীদের দাবি টানা তিনদিনের অবরোধের কারণে চট্টগ্রামে বিভিন্ন মার্কেটে বেচাকেনা কমে গেছে শতকরা ৯০ শতাংশ।
ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজনৈতিক কর্মসূচির বলি হচ্ছেন তারা। হরতাল-অবরোধে তারা চট্টগ্রামের বাইরের কোনো ক্রেতা ভিড়াতে পারছেন না। ব্যবসায়ীদের কথা না ভেবে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলে ব্যস্ত বলেও জানান এখানকার ব্যবসায়ীরা।
চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়। দোকান খুলে বসে থাকলেও ক্রেতার সংখ্যা একেবারেই নেই। দোকান কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। অন্য সাধারণ দিনের মতো ক্রেতা ভিড়ানোর জন্য হাক-ডাকের ব্যস্ততাও নেই তাদের। একিদে, অবরোধের কারণে একেবারে প্রয়োজন ছাড়া তেমন কোনো ক্রেতা আসছেন না।
ব্যবসায়ীরা বলেন, অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন এখানে। অবরোধে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসায়ীদের ঋণের পরিমাণও বাড়ছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102