বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ক্রেতাশূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন শপিংমল ও নিত্যপণ্যের বাজারগুলো। সকাল থেকে দোকান খুলে বসে থাকলেও অধিকাংশ দোকানেই নেই তেমন বেচা-বিক্রি। মার্কেট ও বাজারগুলোতে দেখা যায়নি ক্রেতাদের আনাগোনা।
বুধবার ( ১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, দোকানীরা পণ্য বিক্রির আশায় দোকান সাজালেও ক্রেতাদের আনাগোনা নেই।
ব্যবসায়ীদের দাবি টানা তিনদিনের অবরোধের কারণে চট্টগ্রামে বিভিন্ন মার্কেটে বেচাকেনা কমে গেছে শতকরা ৯০ শতাংশ।
ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রাজনৈতিক কর্মসূচির বলি হচ্ছেন তারা। হরতাল-অবরোধে তারা চট্টগ্রামের বাইরের কোনো ক্রেতা ভিড়াতে পারছেন না। ব্যবসায়ীদের কথা না ভেবে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলে ব্যস্ত বলেও জানান এখানকার ব্যবসায়ীরা।
চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়। দোকান খুলে বসে থাকলেও ক্রেতার সংখ্যা একেবারেই নেই। দোকান কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। অন্য সাধারণ দিনের মতো ক্রেতা ভিড়ানোর জন্য হাক-ডাকের ব্যস্ততাও নেই তাদের। একিদে, অবরোধের কারণে একেবারে প্রয়োজন ছাড়া তেমন কোনো ক্রেতা আসছেন না।
ব্যবসায়ীরা বলেন, অনেক ব্যবসায়ী ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন এখানে। অবরোধে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যবসায়ীদের ঋণের পরিমাণও বাড়ছে।