নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ২৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাসুদুর রহমান
(৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাসুদুর
রহমান যশোহর সদর উপজেলার চায়পুরা চাচড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। গত সোমবার (৩০
অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার সান্তাহার স্টেশনে নীলফামারী থেকে ঢাকাগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে তাকে গ্রেফতার ও এই বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে নীলফামারী থেকে ছেড়ে আসা
ঢাকাগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে থামার পর গোপন সংবাদের
ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ওই ট্রেনের খ বগির ৮নম্বর কেবিনে তল্লাশি করে ২৩ নম্বর
সিটে যাত্রী বেসে বসে থাকা মাসুদুর রহমানের হেফাজতে থাকা একটি টলি ব্যাগ ও কাগজের
কাটুনে রাখা ২৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। সান্তাহার
রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে
একটি মামলা দায়ের করা হয়েছে । গ্রেফতারকৃত মাদক কারবারি মাসুদুর রহমানকে মঙ্গলবার দুপুরে
আদালতে পাঠানো হয়েছে।