জয়পুরহাটে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরন করেছে (আসা)।
কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল “আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন (আশা) প্রকল্পের আয়োজনে জয়পুরহাটের ধলাহার ইউনিয়নে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টীর সদস্যদের মাঝে বিনামূল্যে ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব চারা তুলে দেওয়া হয়।
আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডি’র সভাপতিত্বে চারা গাছ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃতোজাম্মেল হক, রামপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মো: রশিদ মন্ডল, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা লাইজু, কৃষি উপ সহকারী মোঃ ফেরদৌস হোসেন, ক্ষুদ্র নৃগােষ্টীর ইউনিয়ন সভাপতি রোগেন হেম্ব্রম, প্রকল্প সুপার ভাইজার কস্টান টিনা, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম প্রমূখ।
বিভিন্ন রকমের ফল, কাঠ ও জ্বালানীর চাহিদা পূরণ এবং ঔষধী গাছের অভাব পূরণে ক্ষুদ্র নৃগোষ্টীর অস্বচ্ছল পরিবারের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে বলে জানায় আয়োজক সংস্থা কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল “আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন (আশা) প্রকল্প।