বগুড়া র্যাব-১২ সিপিএসসি, বগুড়ার কর্তৃক আলিচিত চঞ্চল্যকর ক্লুলেস নাজমুল হত্যা মামলার আসামী মো: রকি( ৩৪), কে গ্রেফতার করেছেন র্যাব।
উল্লেখ্য, গত (২২ অক্টোবর) , ২০২৩ ইং তারিখ বগুড়া জেলার গাবতলী থানাধীন দূর্গাহাটা ইউনিয়নের হাতিবান্ধা মধ্যপাড়া গ্রামে নিজ বসতবাড়ীর অদূরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ধানক্ষেত থেকে ভিকটিম নাজমুল (৩৫) হত্যা করে মরে দেহ ধান ক্ষেতে ফেলে রেখে চলে যায়। এর ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার গাবতলী থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গাবতলী থানার মামলা নং-১৯, তারিখ-২৩ অক্টোবর, ২০২৩ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ধারায় মামলাটি রুজু করা হয়। ভিকটিমের স্ত্রী কর্তৃক দায়েরকৃত অভিযোগের গর্ভে উল্লেখ রয়েছে যে, প্রায় ০১ বছর পূর্বে তার ফুফাত ভাই সোহেলের মেয়েকে ধর্ষণ সংক্রান্তে বগুড়া সদর থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। উক্ত মামলায় তার স্বামী ভিকটিম নাজমুল বিভিন্ন সময়ে ধর্ষণ মামলার বাদী সোহেলকে সিএনজি করে বগুড়া কোর্টে আনা নেওয়া করত। উক্ত ধর্ষণ মামলার আসামী উজ্জল রকিসহ তার স্বামী ভিকটিম নাজমুলকে উক্ত মামলাটি আপোষ-মিমাংসা করে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিল। তার স্বামী ভিকটিম নাজমুল তাদের কথায় রাজি না হওয়ায় তারা খুন ও জখমের হুমকি দিয়ে আসছিল। তাদের হুমকিতে তার স্বামী ভিকটিম নাজমুল প্রায় ০৩ মাস পূর্ব হতে সিএনজি চালানো বাদ দেয় এবং মানসিকভাবে ভেঙ্গে পরে। তার স্বামী ভিকটিম প্রায় সময়ই ভীত হয়ে বলত “ উজ্জল ও রকি লোকজন দিয়ে তাকে মেরে ফেলবে। তুমি আমার ছেলে-মেয়েকে দেখে রেখ।” ভিকটিমকে গুম করার উদ্দেশ্যেই এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ডটি সংঘঠিত হয় যা বগুড়া জেলাসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আলোড়ন তৈরি করে। রুজুকৃত ক্লুলেস হত্যা মামলার এজাহারের গর্ভে লিখিত ও তদন্তে প্রাপ্ত আসামী বগুড়া জেলার কাহালু থানাধীন মালঞ্চা ইউনিয়ন এলাকায় অবস্থান করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ অক্টোবর, ২০২৩ তারিখ রাত্রি অনুমান ০১.০৫ ঘটিকায় র্যাব সদর দপ্তর (ইন্ট উইং) এর সহযোগিতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর যৌথ অভিযানে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে এজাহারের গর্ভে লিখিত ও তদন্তে প্রাপ্ত ধৃত আসামী, বগুড়া জেলার গাবতলী থানার, হাতীবান্ধা গ্রামের মো: হারুন এর ছেলে মোঃ রকি(৩৪), ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে বগুড়া জেলার গাবতলী থানায় হস্তান্তর করা হয়।