বগুড়ায় কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় নয়ন (২৪) নামে এক নার্সিং কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সাধুবাড়ী দক্ষিনপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ী দক্ষিণপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। জানা গেছে, নয়ন ঢাকায় একটি বেসরকারি কলেজে নার্সিং এ পড়ালেখা করে। সে সোমবার ঢাকা থেকে বাড়িতে আসে। সকালে ঘুম থেকে না ওঠায় ৯টার দিকে দরজার ফাঁক দিয়ে উঁকি দেয় তার পরিবারের লোকজন। তখন দেখতে পায় সেলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে নয়ন। তখন নয়নের মায়ের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে মাটিতে নামায়। এ বিষয়ে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।