আটকৃতরা হলেন-খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার মোঃ মোশারফ শেখের ছেলে মোঃ রিপন শেখ (২২) ও একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের ছেলে মোঃ সোহেল(২৩)।
রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে মদ বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে দুই যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে সেখানে অভিযান চালান। এসময় পুলিশ যুবকদের কাছে থাকা Carew’s Fine Brandy 750 ML ব্রান্ডের ১ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে এবং তাদের কাছে থাকা সুজুকি ১৫০ সিসির কালো রঙের রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ( ২৩ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।