নারায়ণগঞ্জ সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির নির্দশন স্থাপন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের আই.জি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার (২১ অক্টোবর) রাতে শহরের রাম কৃষ্ণ মিশন মন্দিরে পূজা মন্ডপ পরির্দশনে এসে তিনি এ কথা বলেন।
এ সময় তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন এবং পুলিশের কর্মকর্তগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ। এছাড়াও বেশ কিছু সময় অতিবাহিত করে শারদীয় দুর্গোৎসবের নৃত্য অনুষ্ঠান উপভোগের পাশাপাশি জেলার বিভিন্ন পূজা মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, এফবিসিসিআই সভাপতি প্রবীর সাহা সহ আরো অনেকে।
এদিকে, রাজনৈতিক কর্মসূচীকে ঘিরে যেকোন অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে এবং নিরাপদে ধর্মীয় উৎসব পালনে সার্বিকভাবে পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচি যারা করার তারা করবে। জনগণের জানমাল ও সরকারি সম্পদ রক্ষার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার তা নিতে আমরা প্রস্তুত। এ বিষয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো প্রকার শঙ্কা অনুভব করছি না। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। সব পরিস্থিতি বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।
তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের উৎসব যাতে স্বাভাবিকভাবে পালন করতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এখন পর্যন্ত সব জায়গায় দুর্গা পূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনগুলোও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সবকিছু শেষ হবে বলে আশ্বস্ত করে পারি। আমরা আপনাদের উৎসব পালনে নিরাপত্তা দিতে পাশে আছি।