নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সুপার এক্টিভ সদস্য অত্র ফাউন্ডেশন থেকে ৯০ দিনের অনলাইনে ট্রেনিং শেষ করে নারী উদ্যোক্তা জোহরা দিলশাদ আরার উদ্যেগে নারীদের সকল প্রকার পণ্য নিয়ে চট্টগ্রাম নগরীর ভি আই পি টাওয়ারের দ্বিতীয় তলায় সপ নাম্বার ২৬৪, “লেডিস কোড” এর যাত্রা শুরু।
শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৩ টায় “লেডিস কোড” এর উদ্ভোধনী প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি এ এম রিয়াজ কামাল হিরণ, তারেক উদ্দিন নোমান ও তারেক মাহমুদ।
আত্মনির্ভরশীল হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন অনেকে। পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা নারীর ক্ষমতায়নে একটি উল্লেখযোগ্য দিক। এক সময় নারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন না। ফলে নানা অন্যায় সহ্য করতে হয়েছে তাদের। এখন তারা সচেতন। আত্ম-নির্ভরশীল হয়ে নিজেকে প্রতিষ্ঠা করছেন অনন্য উচ্চতায়।
পুরুষের পাশাপাশি উন্নয়ন অগ্রযাত্রা সমান অংশীদার নারী। নারীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নারী। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের যতগুলো খাত রয়েছে, তার প্রায় সব ক’টিতেই বিশেষ করে কৃষি এবং পোশাকশিল্প খাতে নারীর অবদান সবচেয়ে বেশি। দেশের রপ্তানি শিল্পে ৯০ ভাগই নারী শ্রমে অর্জিত।