স্বাধীনতা তুমি
১৫ কোটি বাঙালীর
সোনার বাংলার আকাশে সোনার সুরুজ।
স্বাধীনতা তুমি
১৫ কোটি বাঙালীর
হয়ে আছ মাথার মণি স্বর্ণের তাজ।
স্বাধীনতা তুমি
১৫ কোটি বাঙালীর
ছায়াদানকারী এক মস্ত বড় আশ্রয় ছাতা।
স্বাধীনতা তুমি
বিশাল বটবৃক্ষের ছায়ায় ধারন
মাতৃস্নেহে ঝুলানাে লতা।
স্বাধীনতা তুমি
আছ লালনে বাঙালীর হৃদয় কোণে চলনে-বলনে শয়নে-স্বপনে সারাক্ষণ।
স্বাধীনতা তুমি
মুজিবের স্বপ্ন
আজিকার দিনে হয়ে বাঙালীর হৃদয় স্বর্ণ।
স্বাধীনতা তুমি
সোনার বাংলায় সোনার তরী
পদ্মা-মেঘনা-যমুনার চলমান অববাহিকায়।
স্বাধীনতা তুমি
চির অম্লান তােমার অবদানে বাঙালী হৃদয়ে থাকবে হয়ে চির অক্ষয়।
স্বাধীনতা তুমি
চির সবুজের মাঝে বন্ধু বেশে
উদীয়মান পত পত শব্দে থাকিও চির অম্লান ।
স্বাধীনতা তুমি
উদীয়মান রক্তিম আভার আবেশে
আলাের বিকিরণ উদ্ভাসিত করিও গােটা ভুবন।