কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় চোলায় মদ সহ মামুন নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে কুতুবদিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ধুরুং পূর্ব তেলিয়াকাটা গ্রামের মাহমুদ উল্লাহর পুত্র মাদক ব্যবসায়ী মো. মামুনকে (৩২) আটক করেন। এসময় তার ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ১০কেজি দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
উল্লখ্য,তার বিরুদ্ধে এর আগেও তিনটি মাদক মামলা পাওয়া যায়। চোলাই মদ উদ্ধারের ঘটনায় নতুন আরেক মামলা হয়েছে বলেও জানান ওসি।