সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে পাচারের সময় মানব কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার- ২। কোকোর স্মৃতিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বাগেরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে লটারি পদ্ধতি বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন। বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তন। কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষক প্রয়োজনঃ ড. আবুল কাশেম। বাংলাদেশি রোগী পেতে সীমান্তে মেট্রো চালু করবে ভারত। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ৪ স্পটে দুর্ঘটনার কবলে ১০ গাড়ি, নিহত ১, আহত ১৫। নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ।

আক্কেলপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন ব্যবসায়িদের নিকট চাঁদা দাবি।

মোঃ মোন্নাফ হোসেন শিমুল,নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাট।
  • প্রকাশের সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

আক্কেলপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন ব্যবসায়িদের নিকট চাঁদা দাবি।

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলাই নবাগত ইউ,এন,ওর  মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যবসায়ীর নিকট ইউএনও পরিচয় দিয়ে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র।

বিষয়টি প্রকাশ পেলে উপজেলা বাসীকে সচেতন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেইজে স্ট্যাটাস দিয়েছেন  উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।

মঙ্গলবার সন্ধ্যায় কলেজ বাজার বণিক সমিতি লিঃ সভাপতি বিশিষ্ট ব্যবাসায়ী কাজি শফিউীদ্দন এর মুঠোফোনে নবাগত উপজেলা নির্বীহী অফিসারদের জন্য বরাদ্ধ সররাকারি  মুঠোফোন নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র ৩৫ মেঃ টন সরকারী বরাদ্দের চাল ৩৭ টাকা কেজিতে বিক্রী করার মতপোষন করেন। এবং তিনি বলেন এই মুহুত্বে তার এক লক্ষ টাকার জরুরী প্রয়োজন। টাকা পেলে তিনি চাল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা করে দিবেন।

পুরাতন বাজার বণিক সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট যানবাহন যন্ত্রাংশ ব্যবসায়ী জহুরুল ইসলামের মোবাইল ফোনে একই কায়দায় প্রতারক চক্র ২০ টন গুটি স্বর্ণা এবং ১৫ টন হাইব্রিড জাতের লক্ষাধিক টাকা মুল্য মানের ৩৫ মেঃ টন সরকারী চাল বিক্রি করার অভিপ্রায় ব্যক্ত করেন। মূহুর্তে ব্যসায়ী জহুরুল ইসলাম বলেন, আমি তো ধান চালের ক্রয়-বিক্রয়ের ব্যবসা করিনা স্যার,  আমার অতিপরিচিত চাতাল ব্যবসায়ী বিদ্যুৎ ভাইয়ের ছেলে তন্ময় ধান চাল কেনা বেচা করেন, তার মুঠোফোনের নস্বর আমার কাছে আছে লিখে নেন।

প্রতারক চক্রটি ধানচাল ব্যবসায়ী তন্ময়ের সাথে কথা বলে দরদাম করে ১ লক্ষ টাকা টাকায় ঠিক হয়। তখন প্রতারক চক্রটি তাদের ব্যবহিৃত ০১৯৫৪-৬৮২৩৩৪ নম্বর মঠোফোনে ওই পরিমান টাকা বিকাশ করে পাঠাতে বলে।
বিষয়টি ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ হলে তন্ময় এবং জহুরুল ইসলাম একত্রে ওই নম্বরে ফোন করে বলেন, আমরা ১ লক্ষ টাকা নিয়ে ইউএনও অফিসে আসছি, তখন প্রতারক বলেন আমি ডিসি অফিসে অবস্থান করছি  এতে ব্যবসায়ীদের মধ্যে  ব্যপক সন্দেহের সৃষ্টি হলে ব্যবসায়ীরা প্রথমে অফিসের ও এস এর সংগে যোগাযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন।

তিনি তাৎক্ষনিক ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম ও সহকারী কমিশনার (ভুমি)কে অবহিত করেন। সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন তাৎক্ষণিক ওই সকল ব্যবসায়ীদের সতর্ক করে ফোন করে বলেন এটা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। কোন ভাবেই আপনারা আকৃষ্ট হবেন না। এ ধরণের কেহ যোগাযোগ করলে আপনারা তাৎক্ষনিক আমাদের অফিস বা আমাদের নিকট সবাসরি যোগাযোগ করবেন।

ইতমধ্যে প্রতারক চক্র তাদের মিশন ব্যর্থ টের পেয়ে তাদের ব্যবহিৃত ফোনটি বন্ধ করে দিয়েছে।

নবাগত উপজেলা  নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোন চক্র যাতে প্রতারণা না করতে পারে, সে ব্যপারে সবাইকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলাবাসীকে সচেতন করে পোষ্ট করা হয়েছে। এখন পর্যন্ত প্রতারক বা প্রতারক চক্রের কোন পরিচয় পাওয়া যায়নি’। প্রতারক চক্রটিকে সনাক্ত করতে কঠোর ভাবে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102