মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানবন্ধন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা।
১৩ সেপ্টেম্বর রবিবার সকালে শিক্ষা বোর্ডের সামনে দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন সরকারী বাসভবনে যখন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা নিরাপদ নয় তখন আমরা নিরাপদ সেটা কেমন করে ভাবতে পারি।তাই সরকার শুধু ইউএনও অফিস নয় সকল অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে ভুমিকা রাখবে বলে আমরা মনে করি।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন,রেজাউল করিম চৌধুরী,রিয়াজুল ইসলাম রাজু,শহিদুল ইসলমা খানসহ কর্মকর্তা কর্মচারীরা।