মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

ইবির লালন শাহ হলে আন্তঃহল প্রীতি বিতর্ক।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
ইবির লালন শাহ হলে আন্তঃহল প্রীতি বিতর্ক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ডিবেটিং সোসাইটির উদ্দ্যোগে আন্তঃহল প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় হলটির টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
‘বিসিএস নির্ভরতাই দেশে বেকারত্ব বৃদ্ধির জন্য দায়ী’ শিরোনামে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে অংশগ্রহণ করেন সাদ্দাম হোসেন হল (বিরোধী দল) ও লালন শাহ হল (সরকারি দল) । এতে বিজয়ী হয় সরকারি দল। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিরোধী দলীয় নেতা নাহিদুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে নেতৃত্ব দেন- মেহেদী হাসান তানভির (প্রধানমন্ত্রী), মোয়াব্বেজ রহমান জিম (মন্ত্রী) ও ইয়ামান মুসতাহসিন (সাংসদ)। বিরোধী দলের পক্ষে নেতৃত্ব দেন- নাহিদুর রহমান (বিরোধীদলীয় নেতা), আহমাদ গালিব (উপনেতা) ও আব্দুল্লাহ আল কাফি (সাংসদ)।
বিচারক হিসেবে ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরমীন খাতুন, বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস (আইইউমুনা) এর সভাপতি
নাহিদ হাসান ও বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক আহ্বায়ক রুমি নোমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় লালন শাহ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আকতার হোসেন ও ডিবেটিং সোসাইটির সহকারী মডারেটর সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন জাহিদ।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি রাশেদ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাইমন। এতে স্পিকারের দায়িত্ব পালন করেন শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি তামিম আদনান এবং টাইম কিপার হিসেবে ছিলেন রোকনুজ্জামান রায়হান।
পুরস্কার বিতরণী পূর্বক ফলাফল ঘোষণা পর্বে অতিথিরা নিয়মিত বিতর্কের সাথে সম্পৃক্ত থাকতে বিতর্কিকদের আহ্বান করেন৷ তারা বলেন ‘জয় নয়, জানার জন্যই বিতর্ক’, তাই প্রতিটি বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আমাদের নতুন কিছু জানতে ও শিখতে হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102