নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার দায়িত্বশীল মিটআপ অনুষ্ঠিত।
“স্বপ্ন দেখুন,সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন সফলতা আসবেই”
এই শ্লোগানকে সামনে রেখে ১ লা জানুয়ারি ২০১৮ সালে এই প্লাটফর্ম এর যাত্রা শুরু হয়। এটা একটা অনলাইন কেন্দ্রীক উদ্যোক্তা প্লাটফর্ম। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৫০টি দেশে এই প্লাটফর্ম এর শাখা রয়েছে।
বর্তমানে এই প্লাটফর্ম এ সদস্য সংখ্যা প্রায় ৭ লক্ষের কাছাকাছি। এখান থেকে শিক্ষা গ্রহণ করে বেকার যুবক যুবতীরা নিজেকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চট্টগ্রামের কাজীর দেউরী রোটারি ক্লাবে চট্টগ্রামের দায়িত্বশীল মিটআপ অনুষ্ঠিত হয়। উপজেলা এম্বয়াসেডর মোতাহের হোসেনের কোরআন তেলওয়াত মধ্য দিয়ে মিটআপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ডিস্ট্রিক্ট এম্বাসাডর এ এম রিয়াজ কামাল হিরণ আরো বক্তব্য রাখেন কোর ভলান্টিয়ার নুর হোসেন, খায়রুল ইসলাম, ডিস্ট্রিক্ট এম্বাসাডর তারেক উদ্দিন নোমান, শাহাদাত হোসেন, মেহেদী রুবেল, তারেক মাহমুদ, মুরশিদ মীর, মেশকাত শরীফ, জোন এম্বাসাডর মাহফুজ সুজন, ফেরদৌস আরা ইয়াসমিন,
ইয়াছিন,মিনহাজ, খুরশিদ মহল মুক্তা (UA),মিজানুর রহমান (ক্যাম্পাস এম্বাসেডর), আব্দুল হামিদ (সাতকানিয়া UA),মো: ইমাম হোসাইন,এইচ এম রিয়াদুল ইসলাম,জামাল উদ্দিন সবুজ, আলী আহমদ,
কাজী মোহাম্মদ খাইরুচ্ছাফা,বারেক খান, হাবিবা সুলতানা, মো: আবদুর রহমান, কামরুল হাসান,
উম্মে কুলসুম কেয়া, মো. ইছমাইল, শফিউল আজম, মোজাম্মেল নেওয়াজ, নাসরিন বেগম, ইয়াকুব হোসেন সুজন (ক্যম্পাস এম্বাসেডর) প্রমুখ।
আজকের দায়িত্বশীল মিটআপে সর্বোচ্চ উপস্থিতির জন্যে দায়িত্বশীলদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আগামীতেও এইভাবেই উপস্থিত থেকে চট্টগ্রামের কার্যক্রমকে এগিয়ে নিতে আহবান জানানো হয়।