তেরখাদা ইয়াংস্টারকমিউনিটির পক্ষ থেকে চিকিৎসা বাবদ নগদ অর্থ প্রদান।
সেচ্ছাসেবী সংগঠন তেরখাদা ইয়াংস্টার কমিউনিটি পরিবারের পক্ষ থেকে তেরখাদা উপজেলার, চর পাতলা গ্রামের বাসিন্দা হতদরিদ্র সুবিধাবঞ্চিত মহিলা রূপালী বেগম কে চিকিৎসা বাবদ কিছু নগদ অর্থ প্রদান করা হয়।
রূপালী বেগম প্রায় ২ মাস আগে টিউবওয়েলে পানি আনতে গিয়ে পড়ে যায় এবং প্রচন্ড আঘাত পেয়ে তার পায়ের হাড় ভেঙ্গে যায়, টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় এখন অবস্থা আরো জটিল হয়ে পড়েছে।
এ বিষয়টি জানার পরে স্বেচ্ছাসেবী সংগঠন তেরখাদা ইয়াংস্টার কমিউনিটির পক্ষ থেকে তাকে সহযোগিতার উদ্যোগ গ্রহন করা হয় এবং আজ ১৬/০৯/২৩ তারিখ, শনিবার সেই সহযোগিতার অর্থ রূপালী বেগমের মা অলেকা বেগমের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক- লস্কর ইশতিয়াক আহমেদ (লিমন), সদস্য সচিব- মোঃ ইকরাম হোসেন (ইমন), কার্যনির্বাহী পরিষদ সদস্য পিয়াল মুন্সি, মোঃ মুরসালাত মোল্যা, মাজহারুল ইসলাম, মোঃ হাছিবুর রহমান।