চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক মহিলার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে ৬৩ জনের মৃত্যু হলো। পাশাপাশি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৩৫১ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জান্নাতুল ফেরদৌস (২৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়। গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গুর উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।