বগুড়া সান্তাহারে অ্যাম্পুলসহ মাদক কারবারি গ্রেফতার।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে আটত্রিশ পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
আজ (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা পৌনে দুই ঘটিকার সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটত্রিশ পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
নওগাঁ জেলা সদর থানার পিরোজপুর গ্রামের আবুল কালামের ছেলে ফজলে রাব্বি (২৪) এবং রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ শাফি (২২) তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে ৩৮ পিচ নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের প্যান্টের পকেট থেকে অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন অ্যাম্পুল ইনজেকশনসহ গ্রেফতারকৃত আসামি দের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল বুধবার সকালে উভয়কে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হবে।