বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

শেরপুরে অটো চালক হত্যায়,অসহায় পরিবারের মাঝে আর্থিক সহয়তা করেন র‍্যাব নারী কল্যান সমিতি।

শামসুল হক, শেরপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া অটোচালক উজ্জলের অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন র‍্যাব এর নারী কল্যাণ সমিতি।
সমিতির পক্ষ থেকে ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে নগদ ৫০ হাজার টাকা উজ্জলের স্ত্রী মোছামৎ করুনা বেগমের হাতে তুলে দেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৪-এর ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
গত ২৮ এপ্রিল ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ায় যাত্রীবহনে বের হয়ে নিখোঁজ হন ৬ সন্তানের জনক উজ্জ্বল মিয়া (৪২)। পরদিন সকালে পার্শ্ববর্তী খুনুয়া পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে উজ্জ্বল মিয়ার মরদেহ পাওয়া যায়। এসময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করা হয়। এরপর র‍্যাব প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত  শামীম মিয়াকে গত ৭ মে দুপুরে ঢাকার ধামরাই থেকে আটক করে। শামীম শেরপুর সদরের রঘুনাথপুরের সুরুজ মিয়ার ছেলে।
পরে শামীমের দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবুল হোসেন, রুবেল, সুলতান ও মঞ্জুরুল হককে আটক করে।
এসময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
কিন্তু উজ্জলের স্ত্রী ৬ জন শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করায় র‍্যাবের নারী কল্যাণ সমিতি থেকে তার স্ত্রীকে ব্যবসা পরিচালনার জন্য র‍্যাব এর এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
র‍্যাবের এ আর্থিক সহায়তা দানকালে র‍্যাব-১৪ এর কোম্পানি কমন্ডার, আশিক উজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102