শেরপুরে দুর্বৃত্তের হাতে খুন হওয়া অটোচালক উজ্জলের অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিলেন র্যাব এর নারী কল্যাণ সমিতি।
সমিতির পক্ষ থেকে ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে নগদ ৫০ হাজার টাকা উজ্জলের স্ত্রী মোছামৎ করুনা বেগমের হাতে তুলে দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪-এর ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
গত ২৮ এপ্রিল ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ায় যাত্রীবহনে বের হয়ে নিখোঁজ হন ৬ সন্তানের জনক উজ্জ্বল মিয়া (৪২)। পরদিন সকালে পার্শ্ববর্তী খুনুয়া পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে উজ্জ্বল মিয়ার মরদেহ পাওয়া যায়। এসময় তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করা হয়। এরপর র্যাব প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত শামীম মিয়াকে গত ৭ মে দুপুরে ঢাকার ধামরাই থেকে আটক করে। শামীম শেরপুর সদরের রঘুনাথপুরের সুরুজ মিয়ার ছেলে।
পরে শামীমের দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবুল হোসেন, রুবেল, সুলতান ও মঞ্জুরুল হককে আটক করে।
এসময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
কিন্তু উজ্জলের স্ত্রী ৬ জন শিশু সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করায় র্যাবের নারী কল্যাণ সমিতি থেকে তার স্ত্রীকে ব্যবসা পরিচালনার জন্য র্যাব এর এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
র্যাবের এ আর্থিক সহায়তা দানকালে র্যাব-১৪ এর কোম্পানি কমন্ডার, আশিক উজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্তসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।