জয়পুরহাটে টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার।
জয়পুরহাট সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে নিষিদ্ধ ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের নিশির মোড় বনমালী পাড়ার শহিদুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৬), নিশির মোড় বামনকুন্ডার সাজু মিয়ার ছেলে ইমন হোসেন (২১), বুলুপাড়ার শহিদুলের ছেলে মিঠুন হোসেন সৌরভ (২৭) ও কাশিয়াবাড়ি কবিরাজপাড়ার ময়েন উদ্দিনের ছেলে বেলাল হোসেন বিজলু (৩২)।
জয়পুরহাট ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে ডিবির কাছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ৩শ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে আদালতে পাঠানো হয়েছে।