গর্বের বাকেরগঞ্জ পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখা কমিটি গঠন
বাকেরগঞ্জ উপজেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ এর ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখা কমিটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি অদ্য ২৭ আগস্ট অনুমোদন দিয়েছেন। এই কমিটি সর্বোচ্চ আগামী ০৩ (তিন) মাসের জন্য দায়িত্ব পালন করবেন এবং অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করবেন।
পাদ্রীশিবপুর ইউনিয়ন কমিটিতে শ্রী উজ্জ্বল চন্দ্র কে আহ্বায়ক, মোঃ রুবেল হোসেন কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটির যথাক্রমে সদস্য করা হয়েছে, মোঃ জাহিদ আহম্মেদ, খাদিজা আক্তার, মোঃ রাসেদ খান, মোঃ আরিফুর রহমান জলিল, মোঃ সরোয়ার আকন, মোঃ কাওসার মল্লিক, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আরিফ সরদার, মোঃ ইমরান মুন্সি, মোঃ যুবরাজ হাওলাদার, মোঃ সাব্বির হোসেন, মোঃ সৌরভ হাওলাদার, মোঃ জাবেদ হাওলাদার, মোঃ হাদিসুর রহমান প্রমুখকে।