বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

পাবনায় গণতন্ত্র ও ভোটাধিকার নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

মেহেদি হাসান পাবনা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
পাবনায় গণতন্ত্র ও ভোটাধিকার নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস পাবনা জেলা শাখা ও ছবির গল্পের উদ্যোগে গণতন্ত্র ও ভোটাধিকার নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে এই বৈঠকে অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বৈঠকে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

এছাড়াও বক্তব্য দেন সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ছবির গল্পের পরিকল্পনা সহযোগী দ্বীন ইসলাম খান, স্বেচ্ছাসেবক দলের মাসুদ রানা প্রমুখ।

বৈঠকে বক্তারা গণতন্ত্র ও ভোটাধিকার এক দফার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান। মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যার যার জায়গা থেকে সব শ্রেণীর পেশার মানুষদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102