স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ উপলক্ষে আজ ২৬ আগস্ট, ২০২৩ খ্রিঃ; শনিবার, বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে।
এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এছাড়াও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ।