মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডে লরি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডে লরি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে আর কত তাজা প্রাণ বলি দিলে সড়কটি চার লেন হবে? চট্টগ্রাম- কক্সবাজার মহা সড়কের বানিয়ার ছড়া অংশে ২৪ আগষ্ট লরি ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন গর্ভবতী মহিলাসহ নিহত-২।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। প্রশাসনের নানা উদ্যোগের পরও প্রাণহানি ঠেকানো সম্ভব হচ্ছে না।
পুলিশ বলছে, একাধিক কারণে এ মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। প্রশিক্ষণবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিনা প্রয়োজনে ওভারটেক, বেপরোয়া গতি, ভাঙাচোরা সড়ক ও চালকদের প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়া ও ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন কারণে এ সড়কে একের পর এক ঘটছে দুর্ঘটনা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহন বেশি। অবৈধ যানবাহনের মালিকরা পুলিশকে টাকা দিয়ে সড়কে যানবাহন নামায়।
বেশির ভাগ যানবাহন পুলিশকে টাকা দিয়ে মাসিক ভিত্তিতে চলে। পুলিশ মাসিকভিত্তিক টাকা নেয়ার কারণে ওইসব যানবাহনকে মামলা দেয় না ।
এ ছাড়াও বেপরোয়া গতি, অদক্ষ চালক, পর্যটন মৌসুমে যাত্রী বেড়ে যাওয়ায় বেশি ট্রিপের লোভ, আইন না মেনে চলাচল, ইটভাটার মাটি ও লবণের পানি সড়কে পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় হঠাৎ দুর্ঘটনা বেড়ে গেছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102