নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভঃ
গত ১৯ আগষ্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে বেপরোয়া লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, আজাহারুল ইসলাম মান্নান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু,নজরুল ইসলাম আজাদসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা মামলা দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এর নিন্দা প্রকাশ করেন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেনের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস,এম,আসলামসহ সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমরা তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সকল নেতা-কর্মীদের মুক্তি দেওয়া হোক। তিনি আরো বলেন, বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। বিএনপির কর্মীরা সবসময় রাজপথে থাকবে।