২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ।
২১শে আগস্ট শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে বাগেরহাট রেল রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া অ্যাডভোকেট হেমায়েত উদ্দিন।
এ সময় অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন মনি, সাধারণ সম্পাদক সরদার আল নাহিয়ান সুলতান ওশান, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর নৃশংসভাবে গ্রেনেড ও সন্ত্রাসী হামলা চালায় ঘাতকেরা। এ হামলায় শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পেলেও, প্রাণ হারিয়েছিলেন আওয়ামী লীগের ২৪ জন নেতা-কর্মী।