মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

আটপাড়ায় ঘোড়াঘাট উপজেলার ইউনও”র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

তানজিলা আক্তার রুবি নেত্রকোনাঃসারা দেশের ন্যায় নেত্রকোনার আটপাড়ায় ৬ ই সেপ্টেম্বর রবিবার দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এঁর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতিবাদ, নিন্দা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২ ঘটিকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এবং তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলী শেখ এঁর উপর লোমহর্ষক হামলার ঘটনার ফলে সারা দেশেই নিন্দা প্রতিবাদ এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান হাজী খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান উদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি কমান্ডার এম জুবেদ আলী, বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সোহেল চৌধুরী, যুগ্ন আহ্বায়ক খন্দকার সুমন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান নিজাম,ও সাংবাদিক বৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102