বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়ঃ কাদের সিদ্দিকী।

প্রতিবেদকঃ শেখ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়ঃ কাদের সিদ্দিকী।

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্তোম বলেছেন, গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারে না, শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

শনিবার (১২ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম, আজও অনেকে মনে করেন আমরা তখন বিএনপির জোটে গিয়েছিলাম। কিন্তু আমি কখনো মনে করি না যে আমি এক মুহূর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম। গ্রহণযোগ্য ভোট না হওয়ার পরই আমি জোট থেকে আমার দলকে প্রত্যাহার করি।

নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে তিনি বলেন, সকালে ব্যালট পেপার যাবে বলছেন নির্বাচন কমিশনার, রাতে ব্যালট পেপার যাবে না সকালে যাবে। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।

কাদের সিদ্দিকী আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রধানমন্ত্রী। তিনি দেশ ও আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত হবেন।

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102