কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ,তিন জন মাদক কারবারি গ্রেফতার।
KMP HQ MEDIA CELL [12 AUGUST 2023]
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ সিনবাদ শেখ (১৯), পিতা- মোঃ খোকন শেখ, সাং-টুটপাড়া মহীর বাড়ির বড় খালপাড়, থানা-লবনচরা, জেলা-খুলনা, এ/পি সাং-জিন্নাহপাড়া বৌ-বাজার, থানা-লবণচরা; ২) মোঃ লিটন শিকদার(৪০), পিতা-মোঃ সুলতান শিকদার, সাং-৩নং পুটিখালী ইউনিয়ন, গজালিয়া, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-উত্তর কাশিপুর এসওক্রস রোড, শহিদ বাবুর বাড়ির ভাড়াটিয় থানা-খালিশপুর এবং ৩) মোঃ হৃদয় শেখ(২২), পিতা- জুলমত শেখ, সাং-শ্যামপাড়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দৌলতপুর আঞ্জুমান রোড, আমতলার মোড়, কাব্বিরের বাড়ীর ভাড়াটিয়, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৭৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।