কবিতাঃ ব্যাথা
খান আল মাসুম (সুমন খান)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চোখ লাল হয় চোখের পানিতে
সর্দিতে আটকে নাক,
হৃদয়ের ব্যাথা কেউ বোঝেনা
হৃৎপিণ্ড তেই থাক।
বুকের ভেতরে ব্যাথা জাগানিয়া
হয়ে গেছি নির্বাক,
বাড়ুক না যত হৃদয়ের ক্ষত
কিইবা তার আসে যাক।
প্রথম প্রহরে ডাকিলে ময়না
মধ্যাহ্নে ভাবো কাক,
ভালোবাসার ঘোর কাটিলে সন্ধ্যায়
শেয়াল শকুনে খায় খাক।
পাষাণ হৃদয়ের ভাবনা এমন
যত কষ্ট পাই পাক,
মাছ মাংস ডিম নিজ অধিকারে
আমার বেলা কচু শাক।
দুনিয়ার এই দুঃখকষ্ট ব্যাথা
আমার উপর যায় যাক,
কালেমা নসিব করিও মাবুদ
আসিলে মরনের ডাক।
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
লেখার তারিখ: ১০/০৮/২০২৩ ইং ।