ছয়-সাত দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
সারা দেশের ন্যায় বাগেরহাটেও অব্যাহত রয়েছে মুষলধারে বৃষ্টি।টানা ছয়-সাত দিনের ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বাগেরহাটে ৭ হাজার ৫১০ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ১ হাজর ৫৮০ টি মাছের ঘের পানিতে প্লাবিত হয়েছে।
বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়, খান জাহান আলী রোড, শালতলা মোড়, সাধনার মোড়, রাহাতের মোড়, পুরাতন বাজার মোড়, বাসাবাটি, সাহাপাড়া খানজাহান পল্লী সহ বাগেরহাট সদরের বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেশকিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ভারী বর্ষণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ খেটে খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের সহ সকল শ্রেণি পেশার মানুষ। নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের ঘরবাড়িতে পানি উঠে যাওয়ার কারণে গবাদি পশু পাখি, শিশু ও বৃদ্ধদের নিয়ে অসুবিধার মধ্যে পড়েছেন। অনেকের মাছের ঘের ও পুকুর তলিয়ে মাছ বেরিয়ে গেছে। মৎস্য ঘের মালিকেরা নেট ও পাটা দিয়ে মাছ রক্ষা করার চেষ্টা করছেন। আর দু’ একদিন ভারী বৃষ্টিপাত হলে নিম্নাঞ্চলের অধিকাংশ ঘের ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুম বিল্লাহ জানিয়েছেন, পূর্ণিমার জোয়ারের প্রভাব কেটে যাওয়ায় নদ নদীর পানি কিছুটা কমেছে। ফলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। তবে বৃষ্টির পানি সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে ফেলেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন ভাবি বর্ষণ আরো দু একদিন অব্যাহত থাকতে পারে।