জামালপুরের ইসলামপুরের গাওকুড়া জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা খাতুনের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল সমাবেশে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।
ইসলামপুর পৌরসভার কম্পিউটার অপারেটর বিলাশ কুমার দত্তের ফেসবুক লাইভে আওয়ামী লীগের মিছিল সমাবেশে নাছিমা খাতুনকে দেখা যাওয়ায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।
সরকারি বিদ্যালয়ের শিক্ষক হয়ে তিনি কীভাবে রাজনৈতিক দলের মিছিল সমাবেশে অংশ নেন, এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের সেখের আয়োজনে দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে শান্তি সমাবেশে মেয়র পত্নী শিক্ষিকা নাছিমা খাতুনকে অংশ নিতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, তিনি ব্যানার ধরে অন্য মহিলা নেত্রীদের সঙ্গে মিছিলে হেঁটে যাচ্ছেন। এরপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে উপজেলাজুড়ে।
এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাওকুড়া জবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা খাতুন বলেন, নাছিমা খাতুন মিছিলে অংশ নিয়েছেন কিনা জানি না। তিনি ছুটিতে আছেন।
সরকারি চাকরিজীবী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসলামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, সরকারি চাকরি করে রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসব বিষয়ে জানতে চেয়ে নাছিমা খাতুনকে বারবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
বাড়িতে যোগাযোগ করলে নাছিমা খাতুনের বড় মেয়ে জানান, তার মা অসুস্থ। চিকিৎসার জন্য তিনি জামালপুর গেছেন। মহিলা নেত্রীদের পীড়াপীড়িতে রিকশা থেকে নেমে মিছিলে দাঁড়িয়েছিলেন বলেও জানান তিনি।