প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন।
নগরীর বন্দর স্টেডিয়ামে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে প্লে-গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আশরাফুল হক খান স্বপন, সদস্য সচিব মোঃ গোলজার আলম আলমগীর, স্কুল অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বীর উত্তম, উপাধ্যক্ষ ইইউএম ইনতেখাব, উপাধ্যক্ষ ফিরোজ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বাহাদুর ও অন্যান্য পরিচালকেরা।
ক্রীড়া প্রতিযোগিতায় আহ্বায়কের দায়িত্বে ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মো. আবদুল করিম, সহযোগী হিসেবে ছিলেন ক্রীড়া শিক্ষক টিংকু বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন ও মৈত্রী চাকমা প্রমুখ।