জাতীয় সংসদ থেকে পদত্যাগে প্রস্তুত বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। এখন শুধু অপেক্ষা দলের চূড়ান্ত সিদ্ধান্তের। ১০ ডিসেম্বরের আগে সংসদ থেকে পদত্যাগের লিখিত নির্দেশনা আসতে পারে বলেও জানা গেছে।
২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। সে বছর ৭টি আসন পায় দলটি। ছয়জন শপথ নিলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। সংসদে যোগ দিলেও বিএনপির এমপিরা বারবারই এই সংসদকে অবৈধ সংসদ বলে আখ্যায়িত করেছেনে।
বিএনপির সিনিয়র নেতারা জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবেই সংসদ থেকে পদত্যাগ করছেন বিএনপির সংসদ সদস্যরা।
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুয়ায়ী সংসদ থেকে পদ্যতাগের জন্য প্রস্তুত তারা।
ডিসেম্বরের মধ্যেই দল থেকে সিদ্ধান্ত আসতে পারে বলে জানান বিএনপির নেতারা।