মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়কে ‘সত্যের বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন দলটির আমির ড. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘দেশকে ভালোবাসি, কিন্তু কখনও প্রতিশোধ নেইনি—আপনারা দেখেছেন। এটা ছিলো ইচ্ছাকৃতভাবে নেতৃত্বকে হত্যা করা। এই রায়ে প্রমাণিত হয়েছে সত্যকে চেপে রাখা যায় না। সেই সত্যকেই আল্লাহ আজকে আমাদেরকে দেখিয়েছেন।’
আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে বেকসুর খালাস পাওয়ার পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, ‘জনগণের জন্য আমরা কিছু করতে চাই। বিপদ ঘাড়ে নিয়েও চেষ্টা করেছি দেশবাসীর পাশে থাকার।” তিনি আরও বলেন, “সীমাবদ্ধতা আছে আমাদের। আমাদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। মানুষ হিসেবে, দল হিসেবে ভুলের ঊর্ধ্বে কেউ না। কোনো কাজে, আচরণে কষ্ট পেলে বিনা শর্তে মাফ করে দেবেন। আমরা ক্ষমা চাই।’
ড. শফিকুর রহমান বলেন, ‘নেতারা অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাদের মৃত্যু ছিলো বীরোচিত। ন্যায়ভ্রষ্ট রায়—এটা আমাদের আদালত আজকে বলে দিয়েছে।’
তিনি বলেন, ‘আজহারের খালাসে প্রমাণ হয়েছে, “সত্যকে চিরদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না।’