শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলার রূপসা উপজেলায় রূপসা উপজেলা প্রেসক্লাবে আজ ৫ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ঘটিকার সময় রূপসা টি এস বি বাহির দিয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় সভাপতিত্ব করেন, সাবেক মহিলা ইউপি সদস্য খুলনা জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোসাঃ আসমানি বেগম, এতে প্রধান অতিথি ছিলেন টি এস বি ইউনিয়নে এমপি আঃ সালাম মূর্ষেদীর প্রতিনিধি সৈয়দ মূর্শেদুল আলম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কফিরুল থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফাতেমা ইয়াসমিন, তাহেরা ,ময়না, আজিজুল ইসলাম, মজিদ ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক শেখ প্রমুখ।
এ দিকে এ সময় বক্তারা বলেন, এমপি আঃ সালাম মূর্ষেদীর নির্দেশনায়য় সকল মহিলা কর্মীদের দায়ীত্ব দেওয়া সহ সকলে একযোগে কাজ করলে রূপসা উপজেলা সহ খুলনা এমপি আঃ সালাম মূর্ষেদীর হাত ধরে এগিয়ে যাবে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব।
এএসবিডি/আরএইচএস