মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ এ গনিত ও কম্পিউটার বিষয়ে ১ম স্হান অর্জন করেছেন শিক্ষার্থী আদিতা।
হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২২ উপজেলা পর্যায়ে “ক”গ্রুপে গনিত ও কম্পিউটার বিষয়ে ১ম স্হান অর্জন করেছেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী আদিতা জামান ভূঁইয়া। শিক্ষার্থী আদিতা জামান ভূঁইয়া বানিয়াচংয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।সে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে ইচ্ছাপোষণ করেছে।তাঁর এই সাফল্য ধরে রাখার জন্য তাঁর বাবা-মা সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে।আদিতার এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ ও শিক্ষক -শিক্ষিকা বৃন্দ।